আমফানে বিধ্বস্ত মানুষদের পাশে ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন
পূর্ব মেদিনীপুর :- ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে সুপার সাইক্লোন আমফানে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার দুরমুঠ ও দক্ষিণ কাদুয়া গ্রামের প্রায় ৮০০ বেশি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো ।

এর আগেও এই সংস্থা আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার মানুষজনদের পাশে দাঁড়িয়ে মানবিক মুখের পরিচয় দিয়েছেন । শনিবার আয়োজিত এই ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আজিজ উসমানী (জাতীয় সম্পাদক) হাজি ইসতিয়াক হোসেন (জাতীয় উপদেষ্টা) দিনু রায়, মামুদ হোসেন, সাকিল সাহা, নীতিশ গুপ্তা, মোমরেজ সাহা, সাপিত মোহাম্মদ, নাসিরুদ্দিন সাহা, রবিউল মোহাম্মদ, দেবাশীষ আচার্য, সেক সানাউদ্দিন আরো অনেকে ।