কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা,হাওড়া:- সাঁকরাইল এর পোদরায় এক কলেজছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পোদরা মোড়ের কাছে আন্দুল রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘণ্টা দেড়েকের অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং রাফ। অবরোধকারীরা রাস্তা থেকে সরতে অস্বীকার করলে পুলিশ শুরু করে লাঠিচার্জ । দুই থেকে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে।
উল্লেখ্য, গত শনিবার স্থানীয় একটি পুকুর থেকে এক কলেজ ছাত্রী রুখসার খাতুন এর দেহ উদ্ধার করে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ তাকে খুন করা হয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই খুনিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।