“আমরা দাদার অনুগামী” এর পক্ষ থেকে শ্রাদ্ধশান্তির জন্য সাহায্য প্রদান
নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:- পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা ও নীতি আদর্শকে পাথেয় করে “আমরা দাদার অনুগামী” এর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত বাধিয়া অঞ্চলের বিদ্যাধরপুর গ্রামে স্বর্গীয় চিত্যরঞ্জন রানার শ্রাদ্ধশান্তির জন্য রামনগর ব্লক ২ এর সাধারণ সম্পাদক গৌতম জানা নিজের সঞ্চিত অর্থ থেকে ৫০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দিলেন তার পুত্র গৌতম রানার হাতে। উপস্থিত ছিলেন আমরা দাদার অনুগামী টিম এর সদস্য সৌমেন সাহু,আদিত্য মঙ্গল, কালিচরণ মঙ্গল,নিত্যানন্দ দাস,সত্যজিৎ রানা ও অন্যান্য গ্রামবাসী গন ।