২০২১ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমছে :- শিক্ষামন্ত্রী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কম হচ্ছে
সিলেবাস কমিটির প্রস্তাব অনুযায়ী ২০২১ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কম করা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ঘোষণা করেন। সিলেবাস কম করানো বিষয়ক চূড়ান্ত নোটিফিকেশন অতি শীঘ্র প্রদান করবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সিলেবাস কমানোর অনুরোধের পরেই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।