সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট করছে এই অভিযোগে সাংবাদিক সম্মেলন…..
নিজস্ব সংবাদদাতা,হুগলি:- যত ভোট এগিয়ে আসছে বিজেপির নেতৃত্ব ফেক ভিডিও বিভ্রান্তিকর ও উস্কানিমূলক খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করে শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে এই ধরনের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ই মুখপাত্র বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং প্রবীর ঘোষাল।বাংলার মাসুষদের প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানালেন।
স্নেহাশীষ বাবু জানান যেভাবে সাম্প্রতিকতম ভয়াবহ মারণ রোগ সারাবিশ্বকে গ্রাস করেছে তা থেকে বাদ যায়নি আমাদের দেশ এবং রাজ্যও।এই রোগের মোকাবিলায় রাজ্য সরকার যে কাজ করছে তা প্রশংসনীয়। চিকিৎসা ব্যবস্থা উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে কোভিড আক্রান্তদের। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার অনেক বেশি । আর তা সম্ভব হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ঐকান্তিক চেষ্টায়। অন্য এক প্রসঙ্গে প্রবীর বাবুকে প্রশ্ন করা হয় যে সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে এবং সেখানকার বিধায়ক নানা সময় নানা উক্তি করছেন , এ ব্যাপারে দলের কি বক্তব্য ? বিধায়ক প্রবীর ঘোষাল জানান, ওখানে দলের একাংশের ক্ষোভ এবং অভিমান রয়েছে এবং ইতিমধ্যে এ বিষয়ে আমাদের দলীয় স্থানে আলোচনা শুরু হয়েছে, আশা করি এটা কোন বড় ব্যাপার হবে না সবকিছু মিটে যাবে।