সুযোগ পেলে আমিও করব স্বাস্থ্যসাথী কার্ড :- দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন:- তিনি মোটেই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধী নন। বরং সুযোগ পেলে তিনি ও স্বাস্থ্যসাথী কার্ড করাবেন । পরিবারের লোকজনের স্বাস্থ্যসাথী কার্ড করানো প্রসঙ্গে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’’ এ বিষয়ে তিনি আরো যোগ করেন “কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে?”
উল্লেখ্য, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে রীতিমতো লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ এবং খুড়তুতো ভাই সুকেশ ঘোষের পরিবার। কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অন্যতম প্রচারক এবং ‘স্বাস্থ্যসাথী’ অন্যতম সমালোচক দিলীপ ঘোষের পরিবারের ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করা কে নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।