মালদার সামসি শ্রীপুরের ৮১ নং জাতীয় সড়কে অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪,আহত ১
মালদহ:- সামসী-আলাল ৮১ নং জাতীয় সড়কের মধ্যে বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ শ্রীপুর মিলনপল্লীর অনতিদূরে অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন চারজন এবং মারাত্মক জখম হয়েছেন একজন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সামসী গ্রামীন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মৃত চারজনের মধ্যে দুই মহিলা ও এক যুবক ও এক কিশোর রয়েছেন।মৃত দুই মহিলার নাম তাসলিমা বিবি(৩০) এবং শুকরি বিবি(৪০)। সেই সাথে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এদের তিনজনের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গাংনদীয়া গ্রামে।অপর মৃত যুবকের নাম মোজাম্মেল হক(২১)।তাঁর বাড়ি সামসীর ভগবানপুর গ্রামে। জখম একজন হলেন রিজু মন্ডল(২৪)। বাড়ি সামসীর ভগবানপুর গ্রামে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।