ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার চারজন
হুগলি:- ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার চারজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,পান্ডুয়া বিডিও অফিসে সোমবার বিডিও স্বাতী চক্রবর্তীর কাছে নির্মাণ সহায়ক পদে যোগ দিতে আসেন চারজন। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন। তারা হাতে নিয়োগপত্র নিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন। নিয়োগপত্র দেখে সন্দেহ হয় বিডিওর। চাকরী প্রার্থীদের বসিয়ে রেখে, জেলায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন নির্মাণ সহায়কের কোনো নিয়োগ পত্র ছাড়া হয়নি।তখনই পান্ডুয়া থানায় ফোন করেন বিডিও। ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে চাকরি নিতে আসার লিখিত অভিযোগ করে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন স্বাতী দেবী। এরপরই পুলিশ চারজনকে গ্রেফতার করে।

ধৃত পার্থ তুড়ি,অমিত চৌধুরী,শান্ত বিশ্বাস ও সুমিতা কিস্কুকে আজ চুঁচু্ড়া আদালতে তোলা হয়।পার্থ তুড়ির বাড়ি পাণ্ডুয়ার বৈঁচিতে। অমিত চৌধুরীর বাড়ি খন্যান। শান্ত বিশ্বাসের বাড়ি মেমারীর মোগলামপুর ও সুমিতা কিস্কুর বাড়ি মগরার হোয়েরায়। পুলিশ জানিয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে এর পিছনে কোন চক্র আছে তার খোঁজ চালানো হবে।