নিতুড়িয়া পারবেলিয়া বাজার রেল লাইনের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির
নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া,পুরুলিয়া:- পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর পারবেলিয়া বাজার রেললাইনের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভ্রমর মিত্র (৫০) নামে এক ব্যক্তির।
পুলিশ সূত্রে ঐ ব্যক্তি নিতুরিয়া থানার অন্তর্গত শালতোড় গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর তিনি নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিভূষণ যাদব এর ড্রাইভার ছিলেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সভার প্রস্তুতি সভা থেকে ফিরে পারবেলিয়া দলীয় কার্যালয়ে মিটিং করেন, তারপর পারবেলিয়া বাজার থেকে পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন এক অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। নিতুরিয়া থানার পুলিশ তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছে আহত ব্যক্তিকে হারমাড্ডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত ঘাতক গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।