দীর্ঘ প্রতীক্ষার পর পুরুলিয়া পৌঁছালো করোনা ভ্যাকসিন
নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার পর পুরুলিয়া পৌঁছালো করোনা ভ্যাকসিন। পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন সেন্টারে বিশেষ ফ্রিজে এই ভ্যাকসিন রাখা হয়েছে। আগামী 16 তারিখ থেকে পুরুলিয়ার প্রতিটি ব্লকের হাসপাতাল, সাব ডিভিশন হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতলে এই ভ্যাকসিন প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রদান করা হবে। আর ইতিমধ্যেই তার শেষ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে মোট 18000 টি ভ্যাকসিন এসেছে। যার মধ্যে প্রথম পর্যায়ে 9000 জন স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন প্রদান করা হবে ।