তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভা বীরভূমের দুবরাজপুরে
বীরভূম:- বুধবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। এদিন দুবরাজপুর ব্লক ও শহরের প্রতিটি অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে এই আলোচনাটি সভা অনুষ্ঠিত হয়৷
এই অনুষ্ঠানে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাঁর শারিরীক অসুস্থতা থাকার জন্য আসতে পারেননি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদী সহ অন্যান্যরা।
2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মূলত এই আলোচনা সভা। তাছাড়া বৃহস্পতিবার দুবরাজপুর শহরে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে আয়োজিত বিশাল পদযাত্রা বিষয়েও আলোচনা করা হয় এদিন।