তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লকের দায়িত্ব প্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করলেন তৃণমুল জেলা সভাপতি গুরুপদ টুডু
পুরুলিয়া:- ২০১৯ লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের ভোট ব্যাংক ফিরিয়ে আনতে মরিয়া পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার সংগঠন মজবুত করতে দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করলো তৃণমূল । নিজেদের ঘর গোছাতে জেলায় ব্যাপক রদবদল করা হলো। ব্লকে ব্লকে নতুন মুখ এনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃণমূল । পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪ টাই আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লকের দায়িত্ব প্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু। বেশ কয়েকজন তৃণমূলের নতুন জেলা কমিটি স্থান পেয়েছে। নতুন জেনারেল সেক্রেটারি হয়েছেন ৩৩ জন। সেক্রেটারী হয়েছেন ৪৯ জন। জেলা কমিটির সদস্য সংখ্যা ৮০ জন। এছাড়াও জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের সদস্য হিসাবে রাখা হয়েছে। সহ সভাপতির দায়িত্বে রয়েছেন ১৮ জন।
সব মিলিয়ে বলা চলে, পুরুলিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বড়সড় রদবদল ঘটল। ২ মাস আগেই তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি পদ থেকে শান্তিরাম মাহাতোকে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হয় মানবাজার থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য তথা শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডুকে । তবে প্রাক্তন জেলা সভাপতি শান্তিরাম মাহাতোকে দলের চেয়ারম্যান করা হয়েছে। জেলা সভাপতিকে সাংগঠনিক ভাবে সাহায্য করার জন্য তিন জনকে কো-অর্ডিনেটার পদে নিযুক্ত করা হয়েছে। শহর এবং ব্লকের নতুন ১৫ জনকে আনা হয়েছে।