আড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায়ের উদ্যোগে দুঃস্থ এলাকাবাসীদের নিয়ে বনভোজন
নিজস্ব সংবাদদাতা:- পুরুলিয়া জেলার আড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার দুঃস্থ মানুষদের নিয়ে বনভোজন করলেন আড়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের উপপ্রধান তুফান রায়। এদিন তার গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০০ গরীব মানুষদের নিয়ে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে বনভোজনের আয়োজন করেন তিনি।

এদিন সকলে ভাত, ডাল, সবজি, মাছ ও চাটনি পাপড় খেয়ে বনভোজনের আনন্দ উপলব্ধি করে ও উপপ্রধান তুফান রায়কে অসংখ্য ধন্যবাদ জানান।
আড়রা অঞ্চলের উপপ্রধান বলেন, দুই হাজার কুড়ি সাল এক মহামারী রূপ ধারণ করায় লকডাউনের শিকারে পড়েছিল এলাকার গরিব মানুষেরা। তাই এলাকার গরিব মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে ভাটা পড়েছে, এলাকার দিনমজুররা নিত্যদিনের কাজ কর্ম হারিয়ে ফেলায় নতুন বছরের একদিনের সখ-সাধ পূরণ করতে না পারায় আমি তাদের সাহায্যের জন্য এগিয়ে এলাম। এতে এলাকাবাসীরা খুশি ও তাদের সাথে আমিও খুশি।